RG kar Case: কে নমুনা সংগ্রহ করেছে তা খুব জরুরী প্রশ্ন - সুপ্রিম কোর্টে জানাল CBI, মঙ্গলে ফের শুনানি

People's Reporter: কর্মবিরতি চালানো জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তা না হলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে রাজ্য।
RG kar Case: কে নমুনা সংগ্রহ করেছে তা খুব জরুরী প্রশ্ন - সুপ্রিম কোর্টে জানাল CBI, মঙ্গলে ফের শুনানি
ফাইল ছবি
Published on

আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। ওইদিন সিবিআই-কে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির বেঞ্চে আজকের শুনানিতে সিবিআইয়ের তরফ থেকে ‘ফরেনসিক নমুনা’-কে হাইলাইট করা হয়েছে। কে এই নমুনা সংগ্রহ করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে উল্লেখ করেছেন সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, “আমাদের যে ফরেনসিক রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে সকাল সাড়ে ৯টায় চিকিৎসকের দেহ দেখতে পাওয়া গিয়েছিল। তাঁর জিন্স এবং নিম্নাঙ্গের অন্তর্বাস পাশেই পড়েছিল। তাঁর দেহে ক্ষতচিহ্ন ছিল। তারা নমুনা সংগ্রহ করে পশ্চিমবঙ্গের সিএফএসএলে পাঠিয়েছিল। সিবিআই ওই সব নমুনা এইমস বা অন্য কোনও ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।”

তুষার মেহতা আরও বলেন, ঘটনাস্থলে অনেকে প্রবেশ করেছিল। মেয়েটিকে নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। আর ফরেনসিক এই রিপোর্ট দিচ্ছে। তাই কে বা কারা নমুনা সংগ্রহ করেছে, সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম ৫ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ৫ দিন পরে গিয়েছি। তখন অনেক কিছু পাল্টে গিয়েছে।

প্রধান বিচারপতি বলেন, “ওপেন কোর্টে এমন কিছু মন্তব্য করতে চাই না, যাতে তদন্তে প্রভাব পড়ে। তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিন।”

অন্যদিকে কর্মবিরতি চালানো জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে রাজ্য, নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। 

RG kar Case: কে নমুনা সংগ্রহ করেছে তা খুব জরুরী প্রশ্ন - সুপ্রিম কোর্টে জানাল CBI, মঙ্গলে ফের শুনানি
'বিচারহীন ১ মাস' - রাত ৯টায় ৯ মিনিট সব কাজ থামিয়ে মৌন প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন বামফ্রন্টের
RG kar Case: কে নমুনা সংগ্রহ করেছে তা খুব জরুরী প্রশ্ন - সুপ্রিম কোর্টে জানাল CBI, মঙ্গলে ফের শুনানি
R G Kar Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে, ২৫ দেশের ১৩০টি শহরে পথে নামলেন প্রবাসীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in