K'taka: শান্তি বিঘ্নিত হলেই বজরং দল, RSS-কে নিষিদ্ধ করা হবে, হুংকার মন্ত্রী খাড়গের

রাজ্যে শান্তি বিঘ্নিত হলেই বজরং দল ও RSS-এর মতো সংগঠনগুলিকে নিষিদ্ধ করবে সরকার। আর, এ নিয়ে যদি বিজেপির আপত্তি থাকে, তাহলে তাঁরা পাকিস্তানে যেতে পারে বলে হুংকার ছেড়েছেন মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে।
প্রিয়াঙ্ক খাড়গে
প্রিয়াঙ্ক খাড়গে
Published on

রাজ্যে শান্তি বিঘ্নিত হলেই বজরং দল ও RSS-এর মতো সংগঠনগুলিকে নিষিদ্ধ করবে সরকার। আর, এ নিয়ে যদি বিজেপি নেতৃত্বের আপত্তি থাকে, তাহলে তাঁরা পাকিস্তানে যেতে পারে বলে হুংকার ছেড়েছেন কর্ণাটকের নয়া মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে (Priyank Kharge)।

বুধাবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কর্ণাটককে স্বর্গরাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। তাই, এখানে শান্তি বিঘ্নিত হলে কাউকেই রেয়াত করা হবে না, তা বজরং দল হোক কিংবা RSS। আইনি ভাবেই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। ইস্তেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, শান্তি রক্ষার জন্য রাজ্যে বজরং দল ও RSS-সহ যে কোনও সংস্থাকে নিষিদ্ধ করা হবে।’

মন্ত্রী খাড়গে আরও বলেন, ‘যদি বিজেপি এটিকে কষ্টকর বলে মনে করে, তবে তারা পাকিস্তানে চলে যান।’

তিনি জানান, হিজাব, হালাল মাংস এবং গো-হত্যা নিষেধাজ্ঞা আইন প্রত্যাহার করবে সরকার। একইসঙ্গে, উগ্রপন্থী গেরুয়া শিবিরকে নিশানা করে তিনি বলেন, 'সমাজে কিছু উপাদান এখনও আইন ও পুলিশের ভয় ছাড়াই অবাধে চলাফেরা করছে। তিন বছর ধরে এই প্রবণতা বেড়েছে।’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে পিয়াঙ্ক খাড়গে বলেন, বিজেপির বোঝা উচিত, মানুষ কেন তাঁদের বিরোধী আসনে বসিয়েছে। ‘প্রথম থেকেই আমরা বলে এসেছি, সবকিছুকে গৈরিকীকরণ চেষ্টা ভুল। বাসভন্নের (Basavanna) নীতি অনুসরণ করে কংগ্রেস, এটি সবাই অনুসরণ করতে পারে।’

বাসভন্ন কে? যার আদর্শের কথা বললেন পিয়াঙ্ক খাড়গে?

বাসভন্ন হলেন লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। দ্বাদশ শতাব্দীতে যিনি একজন বিখ্যাত কবি, সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন। লিঙ্গ এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। প্রতি বছর বৈশাখ মাসের ১৮ তারিখ, তাঁর জন্মদিন উপলক্ষ্যে 'বাসভ জয়ন্তী' পালন করা হয়। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে পালিত হয় এই উৎসব। কর্ণাটকে 'বাসভ জয়ন্তী'কে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রিয়াঙ্ক খাড়গে
'সেঙ্গোল' রাখা হবে নতুন সংসদ ভবনে, এই ঐতিহাসিক সোনার রাজদণ্ডের ইতিহাস কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in