লেফট্যানেন্ট গভর্নর তামিলিসাই সৌন্দর্যরাজনের নির্দেশে আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে পুদুচেরির কংগ্রেস সরকার। গত কয়েকদিনে কংগ্রেসের ৫ বিধায়ক এবং সরকারকে সমর্থনকারী ডিএমকে-র ১ বিধায়ক ইস্তফা দেওয়ায় ৩৩ আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়েছে কংগ্রেস।
বর্তমানে বিধানসভায় কংগ্রেস সরকারের পক্ষে ১১জন বিধায়কের (স্পিকার সহ কংগ্রেসের ৯ এবং ডিএমকে-র ২) সমর্থন রয়েছে। একজন নির্দল বিধায়ক সরকারকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। অপরদিকে বিরোধীদের পক্ষে রয়েছে ১৪ (বিজেপি - ৩, AIADMK - ৪ এবং AINR Congress - ৭) জন বিধায়ক। এছাড়াও বিধানসভায় সাতটি শূন্যপদ রয়েছে।
এই মুহূর্তে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে পুদুচেরিতে সরকার বা বিরোধী কারোরই সংখ্যাগরিষ্ঠতা নেই। সেক্ষেত্রে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুদুচেরিতে ৩ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন