সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। সংসদের দুই কক্ষের শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু একথা জানিয়েছেন।
এদিন কিরেণ রিজেজু জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) কিরেণ রিজিজু জানান, মাননীয় রাষ্ট্রপতি সরকারের প্রস্তাবে সহমত জানিয়ে সংসদের দুই কক্ষের অধিবেশন শুরুর সম্মতি দিয়েছেন। এই অধিবেশন ২৫ নভেম্বর শুরু হবে এবং শেষ হবে ২০ ডিসেম্বর।
তিনি আরও জানান, ২৬ নভেম্বর সংবিধান দিবসে সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন