Yogi Adityanath: অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে বিজেপিকে, স্বীকার করলেন যোগী আদিত্যনাথ

People's Reporter: যোগী আদিত্যনাথ ভাষণ দিতে গিয়ে বলেন, “কিছু ভোট অন্য দিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা বড় ধাক্কা খেয়েছে।“
যোগী আদিত্যানাথ
যোগী আদিত্যানাথফাইল চিত্র - সংগৃহীত
Published on

অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই উত্তরপ্রদেশে আশানুরূপ ফল পায়নি বিজেপি। রবিবার উত্তরপ্রদেশে বিজেপির কার্যকরী কমিটির সভায় সেকথা কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, ১০ জন আইএএস অফিসারকে বদলিও করেছেন আদিত্যনাথ। তার মধ্যে রয়েছেন অযোধ্যার জেলাশাসকও।

রবিবার লখনউয়ে রামমনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ছিল বিজেপির কার্যকারী কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও সভায় সাংসদ, বিধায়ক, রাজ্যের নেতারা এবং জেলা পরিষদের সভাপতি-সহ ৩ হাজার বিজেপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

১০ টি আসনে বিধানসভা উপ-নির্বাচন এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্যেই রবিবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সভায় যোগী আদিত্যনাথ ভাষণ দিতে গিয়ে বলেন, “এই নির্বাচনে প্রত্যক্ষ করা জাতিভেদ প্রথার ভিত্তিতে ক্ষমতার বিভাজনের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।“

পাশাপাশি তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২২-এ (লোকসভা ও বিধানসভা নির্বাচন) রাজ্যে আমরা অসাধারণ সাফল্য পেয়েছিলাম। ২০১৪ সালের পরের নির্বাচনগুলিতে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম, এ বারও তার কাছাকাছি আমরা পেয়েছি। কিন্তু কিছু ভোট অন্য দিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা বড় ধাক্কা খেয়েছে।“

এরপর আদিত্যনাথ আরও জানান, “নির্বাচনের আগেই আমাদের বিরোধীরা হেরে গিয়েছিল। কিন্তু আজ তারা আমাদের চারদিকে নেচে বেড়াচ্ছে।“

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হিন্দু বলয়ের সবথেকে বড়ো রাজ্য উত্তরপ্রদেশের উপর ভিত্তি করে দিল্লিতে বসেছিল বিজেপি সরকার। সেবার মোট ৮০টি আসনের মধ্যে ৭১ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। এরপর ২০১৯ সালে ৬২ টি আসনে জিতেছিল। কিন্তু ২০২৪ –এর লোকসভায় বিজেপির আসন সংখ্যা নেমে আসে ৩৩ –এ। অন্যদিকে, সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেসের দখলে গিয়েছে ৬টি আসন। যারফলে, শরীক নির্ভর হয়ে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে।

এর আগে এক ডজন জেলাশাসককে বদল করা হয়েছিল। আর এবার ১০ জনকে বদলি করলেন মুখ্যমন্ত্রী। জারি করা বিজ্ঞপ্তিতে বদল করা হয়েছে অযোধ্যার জেলাশাসককে। সোনভদ্রের জেলাশাসক চন্দ্রবিজয় সিংহকে অযোধ্যার জেলাশাসক করা হয়েছে। তিনি আইএএস অফিসার নীতীশ কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রসঙ্গত, অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই আসনে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি।

যোগী আদিত্যানাথ
Swamy: বিজেপিকে টাইটানিকের মত ডুবতে দেখতে চাইলে মোদীই যোগ্য নেতৃত্ব - ফের স্বামী তোপে প্রধানমন্ত্রী
যোগী আদিত্যানাথ
Nepal: ১৬ বছরে ১৪ তম সরকার - জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে পি শর্মা ওলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in