কর্ণাটক নির্বাচনে পরাজয় নিয়ে বিজেপি’কে কটাক্ষ করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Rajya Sabha MP Kapil Sibal)। সোমবার তিনি বলেন, ‘ভোটের এই ফলাফল থেকে শিক্ষা হল যে, একই জিনিস বারবার বিক্রি করা যায় না। মিথ্যার পুনরাবৃত্তি করা যায় না, বা, সব সময় সাম্প্রদায়িক কার্ড খেলা যায় না।’
এক টুইট বার্তায়, সিব্বল বলেন, 'কর্ণাটকের ফলাফল থেকে শিক্ষা হল: আপনি একই পণ্য বারবার বিক্রি করতে পারবেন না, সব সময় একই মিথ্যার পুনরাবৃত্তি করতে পারবেন না, বিষ ছড়াতে পারবেন না, অতীতকে কলঙ্কিত করতে, একটি দুর্নীতিগ্রস্ত সরকারের সাথে সারিবদ্ধ হতে এবং অন্যদেরকে দুর্নীতিবাজ বলতে, সাম্প্রদায়িক কার্ড খেলতে পারেন না।'
এর আগে রবিবার, কংগ্রেসকে উদার, সৎ এবং বৈষম্যহীন হয়ে রাজ্যে আগামী পাঁচ বছরের জন্য 'জনগণের মন জয় করার' আহ্বান জানিয়েছেন সিব্বল।
গত ১৩ মে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে সেখানে দেখা গেছে, মোট ২২৪ টি আসনের মধ্যে ১৩৫ টি আসন জিতেছে কংগ্রেস, ৬৬ টি আসনে জেতে বিজেপি এবং ১৯ টি আসনে জেতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জনতা দল (সেকুলার)।
ইউপিএ-১ ও ২ শাসনকালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কপিল সিব্বল। গত বছরের মে মাসে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর, সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হন তিনি। সম্প্রতি, বিজেপির শাসনে ন্যায়বিচার না পাওয়া মানুষদের আইনি সুরাহা দিতে ‘ইনসাফ’ নামে একটি মঞ্চ গঠন করেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন