পঞ্চায়েত নির্বাচনের আগে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক বছরের মধ্যে সরকারের বিভিন্ন পদে ১ লক্ষ ২৫ হাজার জনকে নিয়োগ করার কথা জানালেন তিনি।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জি বলেন, 'আগামী দু মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ১১ হাজার প্রাথমিক এবং ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিকে শূন্যপদ রয়েছে। আমরা দ্রুত সেগুলি পূরণ করবো। রাজ্যের কলেজ বিশ্ব বিদ্যালয়গুলিতে ২ হাজার অধ্যাপক নিয়োগের কাজ আমরা হাতে নিয়েছি। পুলিশ বাহিনীর বিভন্ন পদে ২০ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবগারি দপ্তরে ৩ হাজার কনস্টেবল নিয়োগ হচ্ছে।'
তিনি আরও বলেন, 'রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী নিয়োগ করছি। গ্রুপ সি পদে ৩ হাজার নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরে আমরা ২ হাজার ডাক্তার নিয়োগের পরিকল্পনা করেছি। ৭ হাজার নার্স নিয়োগ করা হবে। এছাড়াও কমিউনিটি হেলথ ওয়ার্কার ২ হাজার এবং ৭ হাজার আশা কর্মী নিয়োগ হবে।'
মুখ্যমন্ত্রী বলেন, 'সমাজ কল্যাণ দপ্তরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ৯৪৯৩ জন এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ১৩,৯২৬ জনকে নিয়োগ করা হবে। তাছাড়া রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগ হবে। সব মিলিয়ে এই এক বছরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার।'
চাকরির ঘোষণা শেষে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যেও বার্তা দেন। মমতা ব্যানার্জি বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু চাকরি বাতিল করা বা চাকরিতে বাধা দেওয়ার কাজটা দয়া করে কোনো রাজনৈতিক নেতারা করবেন না। রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে এই কাজ করবেন না।
এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "বেকার যুবক যুবতীদের চাকরি হবে খুবই খুশির খবর। কিন্তু মুখ্যমন্ত্রী এর আগেও অনেক চাকরির ঘোষণা করেছিলেন। কিন্তু তা বাস্তবে হয়নি। বরং তাঁর দলের নেতা মন্ত্রীরা কাটমানি খেয়ে চাকরি চুরি করেছেন। এই নতুন করে চাকরি ঘোষণা করে কি তিনি আবার কাটমানি খাওয়ার সুযোগ করে দিলেন?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন