কলকাতা কর্পোরেশনে শূন্যপদ ২৮ হাজার! কর্মরতদের উপর ক্রমশই বাড়ছে কাজের চাপ

কর্পোরেশন সূত্রের খবর, বেশকিছু ক্ষেত্রেই ১০০ দিনের কর্মীদের দিয়ে সামাল দেওয়া হয় মাত্র।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভাফাইল চিত্র
Published on

প্রায় ২৮ হাজার শূন্যপদ রয়েছে কর্পোরেশনে। কলকাতায় লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে। কিন্তু গত ১১ বছর ধরে কলকাতা কর্পোরেশনে স্থায়ী চাকরি প্রায় হয়নি বললেই চলে। পুরনিগম সূত্রে এমনই তথ্য জানতে পারা গিয়েছে। শুধু দলীয় লোকজনকে অস্থায়ী পদে চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে পুর পরিষেবা দিতেও হিমশিম খাচ্ছে কলকাতা কর্পোরেশন।

টক-টু-কেএমসি অনুষ্ঠানে প্রতি শনিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম নিজেই সব অভিযোগ শোনেন। তবে কর মূল্যায়নের সমস্যা, নিকাশি ব্যবস্থা, মশার তেল স্প্রে, অন্যান্য পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে কর্পোরেশন। কারণ যোগ্য লোকের অভাব।

স্থানীয় কাউন্সিলরকে ফোন করে সমস্যার সমাধান না মিললে বরো কো-অর্ডিনেটরকে ফোন করা হয়। সেখানেও সমস্যার সমাধান না হলে তখন প্রশাসকের দ্বারস্থ হন সবাই। কিন্তু তাতেও লাভ খুব বেশি হচ্ছে না বলেই অভিযোগ। সামান্য কাজের জন্য সপ্তাহের পর সপ্তাহ ঘুরতে হয়। যত দিন যাচ্ছে শূন্যপদ তত বাড়ছে। স্থায়ী কর্মীদের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে।

কর্পোরেশন সূত্রের খবর, কর্পোরেশনের অনুমোদিত স্থায়ী পদের সংখ্যা ৪৬ হাজার ৪৩০। বিপুল সংখ্যক শূন্যপদে কর্মরতদের উপর কাজের চাপ বেড়েছে। বেশকিছু ক্ষেত্রেই ১০০ দিনের কর্মীদের দিয়ে সামাল দেওয়া হয় মাত্র। স্থায়ী কর্মীদের একজনকে চার-পাঁচটি ওয়ার্ডে দায়িত্ব সামলাতে হয়। বৃষ্টিতে জল জমলে তখন সেই বিভাগ বাস্তব পরিস্থিতি বুঝতে পারে।

প্রসঙ্গত, স্থায়ী কর্মীদের বেতন রাজ্য সরকার দিলেও অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হয় কলকাতা কর্পোরেশন থেকে।

কলকাতা পুরসভা
Kolkata Book Fair: এক বছর পর ফিরছে কলকাতা বইমেলা, স্থান-কাল-থিম জানিয়ে দিল গিল্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in