বান আসার খবর শুনেই নিজস্বী তোলার হিড়িক, মৃতদেহ সৎকারে এসে গঙ্গায় তলিয়ে গেলেন ৩ যুবক

অভিযোগ, মাইকে বান আসার ঘোষণা শুনেও স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে ওই সময় নিজস্বী তুলতে জন তাঁরা। জলের তোড়ে ভেসে যান তাঁরা। মত্ত অবস্থায় ছিলেন তাঁরা বলেও অভিযোগ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

মৃতদেহ সৎকার করতে এসে বানের জলে তলিয়ে গেলেন ছয় যুবক। নিমতলা গঙ্গার ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ তিনজন। তাঁদের সন্ধান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সোমবার রাতে মৃতদেহ সৎকার করতে নিমতলা ঘাটে এসেছিলেন কয়েকজন। বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা তাঁরা। পুলিশ সূত্রে খবর, সৎকার চলাকালীন গঙ্গার ঘাটের সিঁড়িতে বসেছিলেন ছয় যুবক। সেই সময় বান আসে গঙ্গাতে। অভিযোগ, মাইকে বান আসার ঘোষণা শুনেই স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে ওই সময় নিজস্বী তুলতে যান তাঁরা। তাতেই ঘটে বিপত্তি। জলের তোড়ে ভেসে যান তাঁরা। মত্ত অবস্থায় ছিলেন তাঁরা বলেও অভিযোগ।

তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করতে স্থানীয়রা নদীতে ঝাঁপ দেন। তাঁরা দুজনকে উদ্ধার করেন। আর একজন কিছুক্ষণ পর নিজেই সাঁতরে পাড়ে উঠে আসেন। ঘটনার খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও বাকি তিনজনের খোঁজ পাননি তাঁরা। নজরদারি নৌকাও নামানো হয়। সকালে ফের উদ্ধারকার্য শুরু হয়। ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হবে বলে জানা গেছে। এখনও নিখোঁজ তিনজন।

প্রসঙ্গত এই ঘটনা দশমীর রাতে জলপাইগুড়ির মলবাজারের হওয়া দুর্ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। দুর্গা প্রতিমার বিসর্জনের সময় মাল নদীতে আচমকা হড়পা বান আসায় ভেসে যান বহু মানুষ। এদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি
TET Scam: রক্ষাকবচ থাকা সত্ত্বেও কীভাবে গ্রেপ্তার মানিক ভট্টাচার্য, কী ব্যাখ্যা ইডি-র?
প্রতীকী ছবি
TET Scam: অনেক তথ্য হাপিস করেছেন, সব জানতে মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক - মানিকের গ্রেফতারিতে সুজন
প্রতীকী ছবি
Kalyani AIIMS: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব সিআইডি-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in