"শিক্ষকরা যদি জিন্সের প্যান্ট পরে হাতে সিগারেট হাতে ঘুরে বেড়ান, তাহলে তাঁরা কেউ সম্মান পাবেন না।" শিক্ষক দিবসের দিন শিক্ষকদের পোশাক ও ব্যবহার নিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, শিক্ষকদের ডিগ্রি অর্জন এখন নেশায় দাঁড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিতর্কিত মন্তব্য যেন দিলীপ ঘোষের প্রতিশব্দ। মুখ খুললেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। এবার শিক্ষকদের নিয়েও এরকম মন্তব্য করলেন তিনি। রাজ্য বিজেপি আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, "এখন অনেক শিক্ষককে দেখি জিন্সের প্যান্ট পরে হাতে সিগারেট নিয়ে ঘুরে বেড়ান। এঁরা কি কোনোদিন শিক্ষক হিসেবে সম্মান পাবেন? কোনোদিন সম্মান পাবেন না এঁরা।"
তাঁর কথায়, "শিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করলে শিক্ষকরা কর্মচারী হয়েই থেকে যাবে। শিক্ষকদের আচার্য হতে গেলে শিক্ষাকে ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। আমরা শিক্ষকদের আচার্য হিসেবে দেখতে চাই।"
শিক্ষকদের একাধিক ডিগ্রি প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দেশে একাধিক ডিগ্রি নেওয়াটা নেশায় দাঁড়িয়েছে। এক একজন মাস্টারমশাইয়ের ৫টা করে ডিগ্রি। প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে নতুন নতুন ডিগ্রি নেন। এতো ডিগ্রি নিয়ে হবেটা কী?"
এর পাশাপাশি নতুন শিক্ষানীতি নিয়েও প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, এই শিক্ষানীতির ফলে ভারত স্বনির্ভর হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন