পেঁয়াজের দামে আগুন, ক'দিনেই বেড়ে ৮০ টাকা কেজি

পেঁয়াজের দামে আগুন, ক'দিনেই বেড়ে ৮০ টাকা কেজি
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

পেঁয়াজ ৮০। পুজোর মধ্যে পেঁয়াজ ৮০ ছোঁয়ায় ত্রস্ত ক্রেতারা। ব্যবসায়ীদের কথা অনুসারে আগামী দিনে আরও বাড়তে পারে পেঁয়াজের দাম। মাত্র কিছুদিন আগেও পেঁয়াজের দাম ৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিলো।

গত সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০০ টাকা বস্তা। ৪০ কেজি সেই বস্তার দাম গত কয়েকদিনের মধ্যে ২৮০০ টাকা ছুঁয়েছে। বুধবার সকালেও হাওড়া কলকাতার একাধিক খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে গড়ে ৭৫ থেকে ৮০ টাকায়। একটু খারাপ পেঁয়াজ ৭০ টাকাতেও মিলছে।

যে যে রাজ্যে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবছর একাধিক রাজ্যে বন্যার কারণে চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ছাড়াও অতি বর্ষার কারণে চাষের ক্ষতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশেও। ফলে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী জানুয়ারি মাসে নতুন ফসল বাজারে আসার সময় এই দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in