'আন্দোলন জারি থাকবে' - বিনীত গোয়েলের কাছে ডেপুটেশন দিয়ে দাবি 'অসন্তুষ্ট' জুনিয়র চিকিৎসকদের

People's Reporter: প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এবং সিপি বিনীত গোয়েল। বৈঠক শেষে চিকিৎসকরা জানান, আমরা ডেপুটেশন জমা দিয়েছি।
'আন্দোলন জারি থাকবে' - বিনীত গোয়েলের কাছে ডেপুটেশন দিয়ে দাবি 'অসন্তুষ্ট' জুনিয়র চিকিৎসকদের
ছবি - সংগৃহীত
Published on

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের সাথে বৈঠকে সন্তুষ্ট নন জুনিয়র চিকিৎসকরা। বিনীত গোয়েলের পদত্যাগ সহ ৫ দফা দাবি নিয়ে বিনীত গোয়েলের কাছেই ডেপুটেশন জমা দিলেন চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দল। তবে আগামীদিনেও আন্দোলন জারি রাখার বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা।

২২ ঘন্টা পর ব্যারিকেড খুলে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দেয় কলকাতা পুলিশ। তারপরই চিকিৎসকরা প্রতীকী মেরুদণ্ড, রজনীগন্ধার মালা নিয়ে বিনীত গোয়েলের সাথে দেখা করেন।

প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এবং সিপি বিনীত গোয়েল। বৈঠক শেষে চিকিৎসকরা জানান, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে আলোচনা হয়েছে। কিন্তু আমরা কোনও সদর্থক উত্তর পাইনি। আরজি কর কাণ্ডে পুলিশের যে কাজ তাতে বিনীত গোয়েল নাকি সন্তুষ্ট। কিন্তু তিনি এটাও বলেছেন যে তাঁর উপরে যাঁরা আছেন তাঁরা যদি তাঁকে অপসারণ করেন তা তিনি মেনে নেবেন। কিন্তু তিনি নিজে পদত্যাগ করবেন না।

জুনিয়র চিকিৎসকরা আরও বলেন, 'আমরা লালবাজার থেকে অবস্থান প্রত্যাহার করছি। তবে আমাদের আন্দোলন চলবে। আমরা সিপিকে এটাও বলেছি অপরাধীদের ধরতে পারছেন না আর চিকিৎসকদের আটকানোর জন্য দৈত্যকার ব্যারিকেড তৈরি করতে নির্দেশ দিচ্ছেন। আমরা সন্তুষ্ট নই'।

'আন্দোলন জারি থাকবে' - বিনীত গোয়েলের কাছে ডেপুটেশন দিয়ে দাবি 'অসন্তুষ্ট' জুনিয়র চিকিৎসকদের
বামেদের মিছিল ঘিরে ধুন্ধুমার - ভাঙল ব্যারিকেড, অবরুদ্ধ শ্যামবাজার পাঁচ মাথার মোড়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in