WB By Polls: উপনির্বাচনের আগে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, কার্তুজ! ধৃত ১

People's Reporter: গত শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হঠাৎ করে হাত চেপে ধরে সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশকর্মী।
ধৃত ইসরাইল খান
ধৃত ইসরাইল খাননিজস্ব চিত্র
Published on

বুধবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে খাস কলকাতায় মিলল প্রচুর অস্ত্র। শিয়ালদা স্টেশনের কাছেই মিলেছে এই অস্ত্রভান্ডারের হদিশ। অস্ত্র পাচারকারীকে অস্ত্র সমেত গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে ৫ টি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড গুলি।

গত শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হঠাৎ করে হাত চেপে ধরেন সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশকর্মী। ব্যাগে কী আছে জানতে চেয়ে ব্যাগ খুলতে বলা হয়। ব্যাগ খুলতেই দেখা যায় একের পর এক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। অস্ত্র পাচার কাণ্ডের পর্দা ফাঁস করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

পুলিশ সূত্রে খবর, অস্ত্রপাচার কাণ্ডে গ্রেফতার ওই ব্যক্তির নাম ইসরাইল খান। তিনি ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা। তবে তিনি বর্তমানে কলকাতার রাজাবাজারের পাটোয়ার বাগান লেনে থাকেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে – ৩ টি সিঙ্গল শটার, ২ টি ৭ এমএম পিস্তল এবং ৯০ রাউন্ড কার্তুজ বা গুলি। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্র এসেছিল বিহারের মুঙ্গের থেকে। কিন্তু এগুলি কোথায় পাচার হওয়ার কথা ছিল, কেই বা বরাত দিয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও খবর, ধৃত ইসরাইল খান একজন কুখ্যাত দুষ্কৃতি। ডাকাতি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিঁথিতে হওয়া একটি ডাকাতির ঘটনায় এর আগে ইসরাইল জেলও খেটেছে বলে খবর।

অন্যদিকে, শিয়ালদা বৈঠকখানা বাজারটি অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ জায়গা। বাজার থেকে মাত্র ৯০০ মিটারের দূরত্বে অবস্থিত শিয়ালদহ স্টেশন। এছাড়া বৈঠকখানা বাজারের একদম কাছেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। এই বাজারের পাশেই অবস্থিত কোলে মার্কেট। কিছুটা গেলেই বিধান সরণী এবং অন্যদিকে, রাজা রাম মোহন সরণী। ফলে বৈঠকখানা বাজার থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।   

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর বুধবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কেন্দ্রগুলি হল - মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই, নৈহাটি এবং হাড়োয়ায়। গণনা ২৩ নভেম্বর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in