Aliah University: উপাচার্যকে হুমকি-গালিগালাজ, গ্রেপ্তার TMCP নেতা

উপাচার্যকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিনকে বলতে শোনা যায়, "গালে দুটো চড়িয়ে দেব। বাঁদর চড়ানো আমার চরে প্রচুর লাগে। তোর যে ক'টা ছেলে আছে জিজ্ঞেস করে নিবি।"
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি-গালিগালাজ TMCP নেতার
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি-গালিগালাজ TMCP নেতারভাইরাল ভিডিওর স্ক্রিনশট
Published on

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চড় মারার হুমকি দেওয়ার ঘটনায় তৃণমূলের ছাত্রনেতা গিয়াসউদ্দিন মন্ডলকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে রাজারহাটের মোহাম্মদপুরে অভিযুক্তের নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ। যদিও গিয়াসউদ্দিন মন্ডলকে নিজেদের কর্মী বলে মানতে নারাজ তৃণমূল।

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ধৃত টিএমসিপি নেতা গিয়াসউদ্দিন মন্ডল সহ আরো কয়েকজন যুবক। উপাচার্যকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিনকে বলতে শোনা যায়, "গালে দুটো চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড়ে প্রচুর লাগে। তোর যে ক'টা ছেলে আছে জিজ্ঞেস করে নিবি।" এছাড়াও অকথ্য ভাষায় গালাগালি করেছে গিয়াসউদ্দিন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠে শিক্ষামহলে। ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

ধৃত গিয়াসুদ্দিন মণ্ডল আলিয়া বিশ্ববিদ্যালয়য়ের টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট। তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছিল তাঁকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, গিয়াসুদ্দিন মণ্ডল সহ বাকিরা তাঁর ঘরে ঢুকে তান্ডব শুরু করলে তিনি পুলিশকে ফোন করেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। পুলিশ নিষ্ক্রিয় ছিল। একটা সময় পরে উপাচার্য অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফেরেন। ঘটনার জেরে আতঙ্কিত উপাচার্য।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি-গালিগালাজ TMCP নেতার
Aliah University: 'দুটো গালে চড়িয়ে দেব' - উপাচার্যকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালাগালি TMCP নেতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in