আলিয়া বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্যকে (VC) অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন নেতার। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। ভিডিওতে দেখা গেছে উপাচার্যকে শাসাতে শাসাতে ছাত্রনেতা বলছে – “না হলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি।”
প্রসঙ্গত, অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়য়ের টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট। তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের কিছু দিনের মধ্যেই বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। উপাচার্যকে ঘেরাও করে তান্ডব চালান। তুই তোকারি থেকে শুরু করে খুনের হুমকি দিতেও দেখা গিয়েছে। কিছু কিছু ভাষা এতটাই অশালীন, যে তা প্রকাশের অযোগ্য।
ভিডিওতে উপাচার্যকে লক্ষ্য করে বলতে শোনা গিয়েছে, “এবার ডাক, এখান থেকে ফোন কর, এই আলিয়ার বেহাল অবস্থা কে করেছে?” আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, পুলিশকে ফোন করেও বিশেষ লাভ হয়নি। পুলিশ নিষ্ক্রিয় ছিল। একটা সময় উপাচার্য অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফেরেন। ঘটনার জেরে আতঙ্কিত উপাচার্য।
টিএমসিপির নেতার এই আচরণে সর্বস্তরে তীব্র নিন্দার ঝড়। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বলা হয়েছে – এটা সঙ্গঠনের সংস্কৃতি নয়। অভিযুক্ত ছাত্রনেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে কিনা সেই বিষয়ে অবশ্য টিএমসিপি কিছু জানায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন