Amit Shah: আবেদন সত্ত্বেও আরজি করের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন না অমিত শাহ! তোপ সুজনের

People's Reporter: শনিবার রাতে কলকাতায় এসে রবিবার দিল্লি উড়ে যান শাহ। এরই মধ্যে কোনও এক সময় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও, সেটা হল না।
সদস্য সংগ্রহ অভিযানে অমিত শাহ
সদস্য সংগ্রহ অভিযানে অমিত শাহছবি সৌজন্যে বিজেপির ফেসবুক পেজ
Published on

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি লিখেছিলেন আর জি করের নির্যাতিতার বাবা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষও দাবি করেছিলেন কলকাতা সফরে এসে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ। কিন্তু ১৭ ঘণ্টা রাজ্যে থেকেও নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করেই দিল্লি ফিরে গেলেন অমিত শাহ। এই নিয়ে শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা।

গত বুধবার শাহের কলকাতায় আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘ডানা’র কারণে বাতিল হয়ে যায় সেই সফর। এরপর ঠিক হয় শনিবার কলকাতায় এসে রবিবার দলীয় কর্মসূচীতে যোগ দেবেন তিনি। তার আগে গত মঙ্গলবার কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ দাবি করেন অমিত শাহের সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা। সাক্ষাৎ নিয়ে শাহকে পাঠানো নির্যাতিতার বাবার ই-মেলও প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই জল্পনা তৈরি হয় রবিবারের শাহের কলকাতা সফরে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।

কিন্তু এদিন সেই সাক্ষাৎ হল না। শনিবার রাতে কলকাতায় এসে নিউটাউনের এক হোটেলে রাত্রিবাস করেন শাহ। এরপর রবিবার সকালে তিনি প্রথমে যান বনগাঁর সীমান্ত সুরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠানে। সেখান থেকে নিউটাউনের হোটেলে ফিরে কিছুক্ষণের মধ্যে পৌঁছান সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে। সেখানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে ছিলেন শাহ। সেই কর্মসূচি শেষ হতেই সোজা বিমানবন্দরে গিয়ে দিল্লি উড়ে যান।

এরই মধ্যে কোনও এক সময় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছিল। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে এমন সম্ভাবনার কথা জানানো হয়নি। নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহের সাক্ষাৎ না হওয়া নিয়ে সুকান্ত-শুভেন্দুর বক্তব্য, আদালতের নির্দেশে সিবিআই ওই ঘটনার তদন্ত করছে। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে তদন্ত। এই পরিস্থিতিতে শাহ আলাদা করে কোনও প্রতিশ্রুতিই দিতে পারবেন না নির্যাতিতার পরিবারকে। অন্যদিকে, এই নিয়ে সজল ঘোষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এত অল্প সময়ে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয়। পরে দিল্লি থেকে ডাকা হতে পারে নির্যাতিতার বাবা-মাকে।

অন্যদিকে, কলকাতা সফরে আর জি কর কাণ্ড নিয়ে মাত্র একটা লাইন বলতে শোনা যায় অমিত শাহের মুখে। সন্দেশখালির সঙ্গে আর জি কর প্রসঙ্গ জুড়ে দিয়ে শাহ এদিন মন্তব্য করেন, সন্দেশখালি থেকে আর জি কর, বাংলার মহিলারা নিরাপদ নয়। বিজেপি রাজ্যে ক্ষমতায় না আসা পর্যন্ত, এমন চলতেই থাকবে।

অমিত শাহের এহেন মন্তব্য এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করা নিয়ে তোপ দেগেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, “একটা লাইন ছাড়া, ক্ষমতা ছাড়া অন্য কোনো দৃষ্টিতে ওরা (বিজেপি) আর জি করকে দেখতে পারল না। অমিত শাহ এসেছেন, নির্যাতিতার পরিবার অপেক্ষায় বসে থেকেছেন, তা সত্ত্বেও উনি যাননি। কারণ উনি গেলে দিল্লিতে উত্তর দিতে পারবেন না। দিল্লি থেকে বলে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যা করছে আমরা তাতে সমর্থন দিচ্ছি। সিবিআই যে অপদার্থতা করছে ওদের নির্দেশেই, এটা ধরা পড়ে যাবে বলে কিছু বলতে পারলেন না। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেল বিজেপির কাছ থেকে বিচার আশা করা যায় না।“

তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, "কেন অমিত শাহ আর জি করের অভয়ার বাবা, মার সঙ্গে দেখা করলেন না? অবশ্যই দেখা করা উচিত ছিল। আমরা এবিষয়ে একাধিকবার তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি শুনলেন না। বাংলায় এঁরা শুধু রাজনৈতিক ভাষণ দিতে আসেন। কোনো দায়িত্বপালন করেন না।"

সদস্য সংগ্রহ অভিযানে অমিত শাহ
RG Kar Case: সাক্ষাতের আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল নির্যাতিতার বাবা-মায়ের
সদস্য সংগ্রহ অভিযানে অমিত শাহ
Tanmoy Bhattacharya: "আমরা এগুলো ক্ষমার চোখে দেখি না" - তন্ময়কে সাসপেন্ড করে জানালেন মহম্মদ সেলিম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in