RG Kar: ‘সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমি পুরোপুরি নির্দোষ’ – প্রিজন ভ্যান থেকে চিৎকার ধৃত সিভিকের

People's Reporter: সঞ্জয় বলেন, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”
প্রিজন ভ্যান থেকে নিজেকে নির্দোষ দাবি ধৃত সিভিকের
প্রিজন ভ্যান থেকে নিজেকে নির্দোষ দাবি ধৃত সিভিকেরনিজস্ব চিত্র
Published on

ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আর জি কর মামলায় মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে তোলা হলে সঞ্জয়কে চিৎকার করে বলতে শোনা যায়, “আমি পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।“ পাশাপাশি, ৮৭ দিন পর সোমবার এই মামলার চার্জ গঠন হয়েছে।

আর জি কর মামলায় সোমবার শিয়ালদহ আদালতে ছিল শুনানি। এদিন দুপুরে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সঞ্জয়কে চিৎকার করে বলতে শোনা যায়, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমাকে ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।” পাশাপাশি, আদালত সূত্রে খবর, এদিন বিচারকের সামনেও নাকি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার।

অন্যদিকে, ঘটনার ৮৭ দিন পর এবং সিবিআইয়ের চার্জশিট পেশ করার ২৮ দিন পর সোমবার আদালতে এই মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে। এরপর শুরু হবে বিচারপ্রক্রিয়া। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে এই মামলার শুনানি শুরু হবে। ছুটির দিন বাদ দিয়ে শুনানি চলবে রোজ।

প্রিজন ভ্যান থেকে নিজেকে নির্দোষ দাবি ধৃত সিভিকের
RG Kar Case: অবস্থান মঞ্চ থেকে উধাও 'তিলোত্তমা'র প্রতীকী মূর্তি! থানায় অভিযোগ বামেদের
প্রিজন ভ্যান থেকে নিজেকে নির্দোষ দাবি ধৃত সিভিকের
RG Kar Protest: ‘জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না’: দেবাংশু ভট্টাচার্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in