আসন্ন বালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট প্রার্থী সংখ্যা দশ। শুক্রবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় সিপিআই(এম), তৃণমূল, বিজেপি, কংগ্রেস ছাড়াও প্রার্থী আছেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির। এছাড়া নির্বাচনী ময়দানে আছেন পাঁচজন নির্দল প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান চৌধুরী। বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেয়া ঘোষ এবং সিপিআই(এম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়রা শাহ হালিম।
স্বীকৃত জাতীয় এবং রাজ্য রাজনৈতিক দলের চার প্রার্থীর পাশাপাশি এই কেন্দ্রে প্রার্থী আছেন উমা গুপ্ত চক্রবর্তী। যিনি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষে ময়দানে আছেন। পাঁচ নির্দল প্রার্থী হলেন কাজল ভৌমিক, মেহবুব আলম, রোহিত সিং, সেখ সাহাবুদ্দিন এবং স্বপন অধিকারী।
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১৬ এপ্রিল। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে। বিগত নির্বাচনে এই কেন্দ্রে তিনি পেয়েছিলেন ১,০৬,৫৮৫ ভোট। বিজেপি প্রার্থী লোকনাথ চ্যাটার্জি পেয়েছিলেন ৩১,২২৬ ভোট। সিপিআই(এম) প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম পেয়েছিলেন ৮,৪৭৪ ভোট। নোটায় পড়েছিলো ১,৩১৭ ভোট এবং বিএসপি প্রার্থী রাজেন্দ্র রাম দাস পেয়েছিলেন ৮১২ ভোট। এই কেন্দ্র থেকে সুব্রত মুখার্জি জয়ী হয়েছিলেন ৭৫,৩৫৯ ভোটে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন