Tapas Roy: 'শান্তির বাংলা গড়তে' বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

People's Reporter: তাপস বলেন, “পশ্চিমবঙ্গ থেকে এই সকল আমানবিক জলদস্যুদের সরিয়ে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজ আমি শপথ নিয়ে বিজেপিতে যোগদান করলাম।“
তাপস রায় ও রাহুল সিনহা
তাপস রায় ও রাহুল সিনহাছবি, ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। বুধাবর বিকালে সল্টলেকে বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে সরকারীভাবে পদ্ম শিবিরে যোগদান করেন তাপস রায়। ২৩ বছরের তৃণমূলের সঙ্গে সম্পর্ক সমাপ্ত করলেন তিনি। উল্লেখ্য, গত সোমবার তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে তা গৃহীত হয়নি।

বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তাপস রায়কে পুস্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানানো হয়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ প্রমুখ নেতৃত্বরা।

বিজেপিতে যোগ দেওয়ার পর তাপস রায় বলেন, “আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজির পরিবারের সদস্য হলাম। যতদিন আমি রাজনীতিতে আছি, আমি এই পরিবারের সদস্য হয়ে, আমার উপর ন্যস্ত করা সমস্ত দায়িত্ব অত্যন্ত সুচারু ভাবে পালন করব। শান্তির সরকার গড়তে আমি বিজেপিতে যোগ দিলাম। ১০০ শতাংশ অনুগত থাকব এই সরকারের প্রতি।“

এরপরেই তৃণমূলের উপর ক্ষোভ উগরে তাপস বলেন, “এই সরকার শেখ শাহজাহান, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান আইন-কানুনের কথা বলে, সেই সরকার সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় মানে না। পশ্চিমবঙ্গ থেকে এই সকল আমানবিক জলদস্যুদের সরিয়ে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজ আমি শপথ নিয়ে বিজেপিতে যোগদান করলাম।“

তাপস রায় ও রাহুল সিনহা
John Barla: 'শুভেন্দুই মূল কালপ্রিট', লোকসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিদায়ী সাংসদ জন বার্লা
তাপস রায় ও রাহুল সিনহা
Sandeshkhali: বিকেল ৪.১৫-র মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in