গত বছর পঞ্চায়েত ভোটে ব্যাপক সহিংসতা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জারি হয় আদালত অবমাননা মামলা। সোমবার আদালতে হলফনামা জারি করে সেই মামলায় নিঃশর্ত ক্ষমাপ্রার্থণা করলেন রাজীব সিনহা। আদালত সেই হলফনামা খতিয়ে দেখবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি।
গত বছর জুলাই মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্ত ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের সেই নির্দেশ মানা হয়নি। এই অভিযোগ তুলে আদালতে রাজীব সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর গত ১৩ অক্টোবর রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।
আদালতের নির্দেশ মেনে গত ১৫ নভেম্বর আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন রাজীব সিনহা। হাইকোর্ট তাঁকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই মামলার জবাব দেওয়ার নির্দেশ দেয়।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহার আইনজীবী। প্রধান বিচারপতির পক্ষ থেকে হলফনামায় কী আছে তা জানতে চাওয়া হলে, রাজীব সিনহার আইনজীবী জানিয়েছেন, তাঁর পক্ষ থেকে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে।
প্রথমে এই হলফনামা খতিয়ে দেখবে হাইকোর্ট। তারপর আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন