নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব এখনই কাটছে না। উল্টে, সময় যত এগোচ্ছে, তা আরও ঘনীভূত হচ্ছে।
নতুন নির্বাচন কমিশনার পদের জন্য প্রথমে কেবলমাত্র প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম সুপারিশ করেছিল রাজ্য। কিন্তু, তা নিয়ে আপত্তি তোলে রাজভবন। একমাত্র সুপারিশের ভিত্তিতে সবুজ সংকেত দিতে রাজি হননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এরপর রাজভবনের তরফে দ্বিতীয় নাম চেয়ে পাঠানো হয়। সেই কথা মেনে রাজ্য সরকারও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অজিত রঞ্জন বর্ধনের নাম সুপারিশ হিসাবে পাঠায় রাজ্য। কিন্তু, দুটি নামই 'না পসন্দ'! নতুন নির্বাচন কমিশনার পদে এবার 'তৃতীয় নাম' চেয়ে পাঠিয়েছে রাজভবন।
আগের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ সোমবার শেষ হয়েছে। আর, এই পরিস্থিতির মাঝেই আগামী কয়েক দিন রাজভবনের বাইরে থাকবেন রাজ্যপাল। ফলে, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই পেক্ষাপটে রাজ্য নির্বাচন কমিশনারের শূন্য পদ নিয়ে প্রশাসনিক সংকট আরও গভীর হয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আমলা জানিয়েছেন, বিষয়টি কিছু সময়ের জন্য বিলম্বিত হতে পারে। কিন্তু, শেষ পর্যন্ত সুপারিশকৃতদের মধ্যে থেকেই একটি নাম বেছে নিতে হবে রাজভবনকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন