রাজ্যের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে বাংলার মানুষদের পথে নামার পরামর্শ দিলেন সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, রাজনীতির জামা গায়ে দেওয়া চোরদের ধরিয়ে দেওয়া সাধারণ মানুষের কর্তব্য।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দীর্ঘ ২৮ ঘণ্টা জেরার পর শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গতকালই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে ইডি। ইডির র্যাডারে রয়েছেন পার্থ-ঘনিষ্ঠ আর এক অধ্যাপিকা মোনালিসা দাস।
এই পরিস্থিতিতে আম জনতাকে পথে নামার আহ্বান জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবেদনকারী চাকরিপ্রার্থীদের হয়ে মামলা লড়ছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ভট্টাচার্য লেখেন, "ইডি ও সিবাআইয়ের উচিৎ অবিলম্বে মমতার একান্ত আস্থাভাজান কয়েকজন মন্ত্রী ও কয়েকটি কাউন্সিলর সহ মমতার পরিবারের লোকজনের বাড়ীতে ছাপ্পা মারা। কয়েকশ কোটি টাকার হদিশ পাওয়া যাবে। দেরী করলে পার্থর সারথীরা পালিয়ে যাবে। বাংলার মানুষের উচিৎ রাস্তায় নেমে রাজনীতির জামা গায়ে পরিচিত চোরদের সম্পত্তি ধরিয়ে দেওয়া।"
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভট্টাচার্য বলেন, "২৮ ঘণ্টা সময় দিয়ে ইডি অনেক বদান্যতা করেছে। এদের প্রথমেই গ্রেফতার করা উচিত ছিল। জিজ্ঞাসাবাদের কোনও সুযোগ দেওয়ায় উচিত হয়নি। এরা সবাই প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতিমূলক অর্থ উপার্জন করেছেন। পার্থ হচ্ছেন দাবার ঘুঁটি। আসল রানিকে খুঁজে বের করতে হবে। তিনিও হাতের সামনে আছেন। ইডিকে আমি অনুরোধ করব, আপনারা এখনই কালীঘাট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, শান্তিনিকেতন ঘিরে ফেলুন। দেখবেন অনেক শত শত কোটি টাকা উদ্ধার করেছেন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন