ভবানীপুর কেন্দ্রের তিন প্রার্থী
ভবানীপুর কেন্দ্রের তিন প্রার্থীফাইল ছবি - গ্রাফিক্স নিজস্ব

WB Poll Live: ভোটগ্রহণ শেষ, ভোটের হারে দুই কেন্দ্রের থেকে অনেক পিছিয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্র

কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ৪১ টি

কমিশনে মোট ৪১ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৩ টি অভিযোগ ভবানীপুরের। সব কটি অভিযোগ খারিজ করা হয়েছে।

সন্ধ্যা ৫টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৭৬.১২ শতাংশ, সামসেরগঞ্জে ৭৮.৬০ শতাংশ

সন্ধ্যা ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৫৩.৩২ শতাংশ

ভবানীপুরে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভবানীপুরের খালসা হাইস্কুল কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ উঠলো। ভোটার কার্ড ছাড়াই ভোট দিতে এসেছিলেন এক ব‍্যক্তি। এমনটাই অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ তৃণমূল পাঠিয়েছে ওই ব‍্যক্তিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সামশেরগঞ্জের উত্তর গাজিনগরে কংগ্রেস-তৃণমূলের বচসায় বিশাল পুলিশ বাহিনী

সামশেরগঞ্জ বিধানসভার উত্তর গাজিনগরে ২৭, ২৮ ও ২৯ নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসার ঘটনায় বিশাল পুলিশ বাহিনি মোতায়েন এলাকায়। কংগ্রেসের অভিযোগ তৃণমূলের কিছু কর্মী লাইনে থাকা ভোটারদের ১ নম্বর বোতাম মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলে। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসার সৃষ্টি হয়।

দুপুর ১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৫৩.৭৮ শতাংশ, সামসেরগঞ্জে ৫৭.১৫ শতাংশ

দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ২১.৭৩ শতাংশ

সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে নজরবন্দি করার দাবি বিজেপির

বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন রাজ‍্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। অবিলম্বে তাঁদের ভবানীপুরের বাইরে নজরবন্দি করার দাবি জানিয়েছে বিজেপি।

রাস্তা খারাপ, ভোটারদের দুর্ভোগের অভিযোগ ভবানীপুরের সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের

বেলা ১১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৩৬.১১ শতাংশ, সামসেরগঞ্জে ৪০.২৩ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৩৫.৯৭ শতাংশ

ভবানীপুরে জল‌ ডিঙিয়েই ভোট দিতে যাচ্ছেন ভোটাররা

ভবানীপুরের আলিপুর বর্ডিগার্ড লাইনসের পাশে ডায়মন্ড হারবার রোডের একাংশে এখনো জল জমে রয়েছে। জল‌ ডিঙিয়েই ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। যদিও সকালেই ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোথাও জল নেই। ভোটারদের কোনো অসুবিধায় পড়তে হবে না।

'মানুষের রুজি-রুটির ব‍্যাপার': ১৪৪ ধারা জারি থাকা এলাকায় দোকান খোলা নিয়ে ভবানীপুরের বামপ্রার্থী

১৪৪ ধারা জারি থাকা এলাকায় দোকান খোলা থাকলেও কোনো অসুবিধা নেই বলে জানালেন ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। তিনি বলেন, "এটা মানুষের রুজি-রুটির ব‍্যাপার। শুধু এর‌ ফলে ভোটে কোনো প্রভাব পড়ছে কিনা তা দেখতে হবে।"

সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাজির অভিযোগ

সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাজির অভিযোগ। অভিযোগের তীর কংগ্রেসের দিকে। ভোট শুরুর আগে গত রাত্রে সামসেরগঞ্জের তিন পাকুড়িয়া এলাকায় তৃণমূল কর্মী জিয়ারুল রহমানের বাড়িতে বোমা বাজি করে কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জঙ্গিপুরে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৭.৫১ শতাংশ, সামশেরগঞ্জে ১৬.৩২ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ

বুথ দখলের অভিযোগ তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে

ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ‍্যাম করে রেখেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভোটিং মেশিনও‌ করে বন্ধ রাখা হয়েছে। এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

ভবানীপুরে ১২৬ নম্বর বুথে EVM কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থীর

ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের কাছে ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। যদিও কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে।

কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ভবানীপুরে

সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে ভবানীপুরে। হাই ভোল্টেজ ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী প্রিয়াঙ্কা তিবেরেওবাল। অন্য দিকে CPIM প্রার্থী আইনজীবী শ্রীজিব বিশ্বাস। শুধু এই কেন্দ্রেই রয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই ওই কেন্দ্রের ‌বুথে বুথে ঘুরছেন পুলিশ পর্যবেক্ষক।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in