Arjun Singh: ৪ কোটির আর্থিক দুর্নীতি মামলায় সিআইডি তলব, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অর্জুন সিং

People's Reporter: পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের। সে কারণে আগামী ১২ নভেম্বর অর্জুনকে তলব করেছে সিআইডি।
অর্জুন সিং
অর্জুন সিং ছবি, সংগৃহীত
Published on

চার বছর পুরানো ভাটপাড়া পুরসভার একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। আগামী ১২ নভেম্বর বেলা ১১ টায় তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সিআইডির সেই তলবে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। বুধবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।

পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের। সে কারণে আগামী ১২ নভেম্বর অর্জুনকে তলব করেছে সিআইডি। আদালতে অর্জুনের আবেদন, সিআইডির ওই নোটিস খারিজ করা হোক এবং তাঁকে রক্ষাকবচ দিক হাইকোর্ট। বুধবার আদালতে অর্জুনের আইনজীবী জানান, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই নোটিশ পাঠানো হয়েছে। এর নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভাতে উপনির্বাচন রয়েছে।

এনিয়ে অর্জুন দাবি করেন, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘ভোটের আগের দিন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে ডাকা হয়েছে।’ তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ আরও বলেন, ‘তৃণমূলে থাকলেই ‘গুড বয়’ (ভাল ছেলে), আর বিজেপি করলে ওদের চোখে ‘ব্যাড বয়’ (খারাপ ছেলে)।‘

যদিও শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি, এর সাথে উপনির্বাচনের কোনও সম্পর্ক নেই। এনিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, ২০২০ সালে ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে তিনিই সরব হন। তিনি বলেন, ‘জালি ওয়ার্ক অর্ডার নিয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছিল। ওই লোন প্রাক্তন সাংসদের অনুগামীদের নামে হয়েছিল। ওই মামলায় তাঁর (অর্জুনের) ভাইপো পাপ্পু সিংহ ২০২১ সালে গ্রেপ্তার হয়েছিলেন। ছ’মাস জেলও খাটেন। এ বার ওঁকেও জেল খাটতে হবে।‘

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি এক সময় অর্জুন সিং ছিলেন নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান। সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে ৪ কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ১২ নভেম্বর অর্জুন সিংকে তলব করা হয়েছে বলে খবর।

অর্জুন সিং
R G Kar Case: বুধেও হল না শুনানি, সুপ্রিম কোর্টে দু’দিনে তিনবার পিছোল আর জি কর মামলা
অর্জুন সিং
Mithun Chakraborty: অমিত শাহের উপস্থিতিতে উস্কানিমূলক মন্তব্য! মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in