বঙ্গ বিজেপিতে বিদ্রোহ ক্রমশ ছোঁয়াচে হয়ে উঠছে। সেই সংক্রমণে এবার লাগাম টানতে উদ্যত হল দল। বিদ্রোহী দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ চিঠি পাঠালো বিজেপি।
আজ উত্তর ২৪ পরগণার গোবরভাঙায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে চড়ুইভাতি করেন বিজেপির বিদ্রোহী নেতারা। এর আগে বনগাঁতেও চড়ুইভাতি করেছিলেন বিদ্রোহী নেতারা। সেই চড়ুইভাতিরও নেতৃত্বে ছিলেন শান্তনু ঠাকুর। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন জেলায় এরকম চড়ুইভাতি করার পরিকল্পনা রয়েছে বিদ্রোহীদের। এতেই সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিদ্রোহ অন্য জেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে গেরুয়া শিবির। তাই বিদ্রোহে লাগাম দিতে তড়িঘড়ি দুই নেতাকে শোকজ চিঠি পাঠালো দল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই শোকজ চিঠি। সূত্রের খবর, সমস্ত বিদ্রোহীদের বার্তা দিতে পরিকল্পনা করেই এই চিঠি ফাঁস করেছে বিজেপি নেতৃত্ব। দল বিরোধী কার্যকলাপের জবাব চাওয়া হয়েছে চিঠিতে।
তবে দলের এই সিদ্ধান্তে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির সাথে ক্রমশ দূরত্ব বাড়তে থাকা কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, "আমার সঙ্গে আরও অনেক নেতা বৈঠক করবেন। সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ নেতারা বৈঠক করবেন। সবাইকে এভাবে বাদ দেবে নাকি? শোকজ করবে নাকি? সম্ভব সেটা? যেখানেই বিক্ষুব্ধরা ডাকবে, সেখানেই যাব।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন