বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলির জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। এক হাজার টাকার বন্ডে বৃহস্পতিবার বিজেপি নেত্রীর জামিন মঞ্জুর করল আদালত। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মামলা বিচারাধীনে।
বাঁশদ্রোণীতে পথদুর্ঘটনায় পড়ুয়া মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন রূপা। তাঁর দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছেন ততক্ষণ তিনি থানায় বসে থাকবেন। অন্যদিকে, পুলিশকে হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মুক্তির দাবিও তুলেছিলেন তিনি।
টানা ১৪ ঘন্টার ধর্ণার পর বৃহস্পতিবার সকাল ১০ টায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপরেই জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন তিনি। পুলিশের পক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। সরকারি আইনজীবী জানান, থানার মধ্যে ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন রূপা। তাঁর জন্য পুলিশের কাজে ব্যাঘাত ঘটেছিল। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রূপার আইনজীবী জানান, তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী।
সংবাদমাধ্যমের সামনে রূপা বলেন, ‘‘আমি নাকি ওদের কাজে বিরক্ত করেছি। আমি তো কিছুই করিনি। থানার সামনে ধর্নায় বসেছিলাম। আমাকে গ্রেফতার করে ভুল করল পুলিশ। উচিত কাজ করেনি।’’
অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘বুধবার রাতে বাঁশদ্রোণী থানার সামনে উনি এসেছিলেন। ওঁর দাবি ছিল, যাঁরা পুলিশের কাজে বাধা দিয়েছেন, তাঁদের ছেড়ে দিতে হবে। আমরা জানাই, আইনের পথে আদালতে যা করার করতে হবে। তার পরেও উনি থানার সামনে বসেছিলেন। ওঁর কাজে পুলিশের অসুবিধা হচ্ছিল। তাই আমরা ওঁকে আটক করি। পরে ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন