Buddhadeb Bhattacharjee: চিরতরে পাম এভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাট ছেড়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

People's Reporter: ফেলে গেলেন দু’কামরার ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে রাখা অসংখ্য স্মৃতিচিহ্ন। রাস্তার দু’ধারে অগণিত মানুষ মুষ্ঠিবদ্ধ হাতে শ্লোগান তুলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। বহু মানুষেরই চোখে জল।
পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ
পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহনিজস্ব চিত্র
Published on

লাল পতাকায় ঢেকে দেওয়া দেহ। শেষবারের মত পাম এভিনিউয়ের বাড়ি ছেড়ে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগে শত অসুস্থতাতেও যিনি এই দু’কামরার ফ্ল্যাট ছেড়ে হাসপাতালেও যেতে চাইতেন না, বৃহস্পতিবার দুপুরে শেষবার সেই বাড়ি ছাড়লেন শববাহী গাড়িতে। ফেলে গেলেন দু’কামরার ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে রাখা অসংখ্য স্মৃতিচিহ্ন। রাস্তার দু’ধারে অগণিত মানুষ মুষ্ঠিবদ্ধ হাতে শ্লোগান তুলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। গাইলেন ইন্টারন্যাশনাল। প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে বহু মানুষেরই চোখের জল বাঁধ মানলো না।

এদিনই সকালে প্রাতঃরাশের পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর কিছুক্ষণ পরেই ৮টা ২০ মিনিট নাগাদ মৃত্যু হয়। দাবানলের মত সেই খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। ভিড় জমাতে শুরু করেন সিপিআইএম নেতৃত্ব, কর্মী সহ বহু সাধারণ মানুষ। দুপুরে তাঁর দেহ যখন শেষবারের জন্য পাম এভিনিউ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন ভিড় আরও বেড়েছে। আশেপাশে তিলধারণের জায়গা নেই। মাঝে মাঝেই থমকে গেল শববাহী গাড়ি।

আজ পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে তাঁর দেহ। আগামীকাল শুক্রবার সকাল ১১টায় রাজ্য বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হবে দলীয় রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রীটে। বিকেল ৩টে পর্যন্ত সেখানেই তাঁর দেহ শায়িত থাকবে আপামর জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম-এর ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে বিকেল চারটেয় শুরু হবে শেষযাত্রা। যে যাত্রার শেষে তাঁর দেহ চিকিৎসা গবেষণার কাজে তুলে দেওয়া হবে এনআরএস মেডিকেল কলেজে।

বৃহস্পতিবার সকালেই তাঁর কর্নিয়া দান করা হয়। এরপর দু’কামরার ছোটো ফ্ল্যাট থেকে শেষবারের মত নিয়ে যাওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। যে বাড়ি তিনি হাজারো অসুবিধা, দলীয় শীর্ষ নেতৃত্বের অনুরোধ, শারীরিক অসুস্থতা সত্ত্বেও কখনও ছেড়ে যাননি।

পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ
'লড়াই জিততে হবে' - বুদ্ধবাবুর স্লোগানকে সামনে রেখেই ভবিষ্যতে এগোবে বাম ছাত্র-যুবরা
পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ
বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে শোকাহত টলিপাড়া, কী বললেন শ্রীলেখা-দেব-প্রসেনজিতরা?
পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ
Buddhadeb Bhattacharjya: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দেহদান করা হবে শুক্রবার, জানালেন সেলিম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in