আগের থেকে এখন অনেকটাই ভালো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে তাঁকে আগামী বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সোমবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জুলাই শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে ছেড়ে দেওয়া হলেও আপাতত তিনি চিকিৎসকদের তত্বাবধানেই থাকবেন। তবে বর্তমানে তিনি সংক্রমণ মুক্ত। যদিও এখনই তাঁর রাইলস টিউব খুলে দেওয়া হচ্ছে না। বাড়িতেও ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত চিকিৎসা জারি থাকবে।
সোমবার সকালে হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে তিনি চিকিৎসক এবং পরিচিতদের সঙ্গে কথা বলেছেন। শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর অ্যান্টিবায়োটিক।
২৯ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তির পর তাঁর চিকিৎসার জন্য ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করা হয়। যে বোর্ডে আছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পান্ডা, সুস্মিতা দেবনাথ, সরোজ মন্ডল, অঙ্কন বন্দোপাধ্যায়, ধ্রুব ভট্টাচার্য, আশিষ পাত্র, দীপনারায়ণ মুখার্জি, সেমন্তী চক্রবর্তী, সোমনাথ মাইতি এবং সপ্তর্ষি বসু।
বর্ষীয়ান সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-এ আক্রান্ত। এছাড়াও বয়সজনিত কারণে তাঁর কিছু শারীরিক সমস্যা আছে। বিগত কয়েক বছর ধরেই শারীরিক কারণে তিনি বাড়ির বাইরে বেরোতে পারেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন