সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। মঙ্গলবার সন্দেশখালি কাণ্ডে সিবিআইকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চেয়েছে তারা। যদিও শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্যের এই আবেদনে সাড়া দেয়নি বলে জানা গেছে।
ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। এতদিন সন্দেশখালি মামলায় তদন্ত করছিল সিআইডি।
উল্লেখ্য, গত ৫ তারিখ রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। সেখান থেকে আহত হয়ে ফেরেন ইডি আধিকারিকরা। তারপর থেকে নিখোঁজ শাহজাহান। শাহজাহানের গ্রেফতারীর প্রতিবাদে উত্তপ্ত হয় সন্দেশখালি। এছাড়াও শাহজাহান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে নেমেছিল স্থানীয়দের একাংশ। দফায় দফায় বিক্ষোভ শুরু হয় গ্রামে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় ১৪৪ ধারা।
সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট। সেই মামলায় একক বেঞ্চ রায় দেয় ইডি, সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করতে হবে। একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ইডি। সেই মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন