স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ মামলায় আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার সাথে রাজ্যপালের যোগ রয়েছে বলে মন্তব্য করে বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৭ অগাস্ট।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে বার বার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহৃতা পালকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই উপাচার্য।
তাঁর অভিযোগ, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁর কাছে বেশ কয়েকটি নথি চেয়েছিলান। পরে ৬ অগাস্ট ওই উপাচার্যকে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শোকজ করা হয়। শোকজের উত্তরে খুশি হননি রাজ্যপাল। সেই কারণেই অপসারণ করেন সি ভি আনন্দ বোস। ওই উপাচার্যর নাকি নিয়োগ অবৈধ ব্লে দাবি করেন রাজ্যপাল। যদিও সুহৃতা পাল জানিয়েছেন তিনি বেআইনি ভাবে নিয়োগ হননি।
আজকের শুনানি শেষে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, মামলার সাথে যেহেতু রাজ্যপালের যোগ রয়েছে সেক্ষেত্রে তাঁকেও মামলার সাথে যুক্ত করতে হবে। আগামী দু'দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি। রাজভবনকে উত্তর দিতে হবে কোন কারণ দেখিয়ে উপাচার্যকে অপসারণ করা হলো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন