অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি স্থগিত করে দিল কলকাতা হাই কোর্ট। ২১ জুলাইয়ের সমাবেশ নিয়েও বিরক্তি প্রকাশ করেছে আদালত।
গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ থেকে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেন। যাতে সম্মতি জানান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ জুলাই কলকাতা হাই কোর্টে এই নিয়ে মামলা দায়ের করে বিজেপি। আজ সেই মামলার শুনানি ছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে।
শুনানির শুরুতেই প্রধান বিচারপতি এই কর্মসূচি নিয়ে পুলিশ-প্রশাসনের অবস্থান জানতে চান। একজন সাংবিধানিক পদাধিকারী কীভাবে কিছু মানুষকে একজোট হয়ে বাড়ি ঘেরাও করার নির্দেশ দিতে পারেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এই ঘেরাও নিয়ে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেছে কি না। কিন্তু সে প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী। এরপরই ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, “অনেকে মিলে একজোট হয়ে বাড়ি ঘেরাওয়ের কথা বলছে, প্রকাশ্যে সেই ঘোষণা করা হচ্ছে। অথচ সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? দু’দিন পরে যদি কেউ বলে হাই কোর্ট ঘেরাও হবে, তা হলেও কি কোনও ব্যবস্থা গ্রহণ করবে না পুলিশ বা প্রশাসন? দায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়, এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে।“
এরপর ২১ জুলাই হওয়া শাসকদলের কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, “২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে। আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। ওই সমাবশের জন্য বহু আইনজীবী, বিচারপতি আদালতে পৌঁছতে পারেনি। যাঁরা আদালতে এসেছিলেন, তাঁদের বাড়ি ফিরতে অসুবিধা হয়েছিল। আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি।“
তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, ৫ আগস্টের কর্মসূচিতে সাধারণ মানুষের অসুবিধা হবে না। প্রধান বিচারপতি তাঁকে পাল্টা প্রশ্ন করেন, 'সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?'
এর পরেই আদালত বন্দ্যোপাধ্যায়ের ডাকা ৫ অগস্টের কর্মসূচিতে স্থগিতাদেশ দেয়। ১০ দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন