ISF: নয় শর্তে আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের

People's Reporter: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সভা করার জন্য নির্দিষ্ট ন’টি শর্ত দেন বিচারপতি।
আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের
আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের
Published on

প্রতিষ্ঠা দিবস আগামী ২১ জানুয়ারী ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। অবশেষে হাইকোর্ট থেকে দেওয়া হল সেই অনুমতি। তবে সভা করার জন্য বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। যদি সেগুলি মানে তাহলেই সভা করতে পারবে নওশাদ সিদ্দিকির দল।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানি চলাকালীন বিচারপতি সভা করার জন্য নির্দিষ্ট ন’টি শর্ত দেন। সেগুলি হল -------

সভায় এক হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না।

লম্বা এবং চওড়ায় সভার মঞ্চ ২০ ফুটের বেশি করা যাবে না।

২১ জানুয়ারি দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে।

সভা থেকে কোনও আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।

সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে আয়োজকদের।

সভার কারণে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তা দেখতে হবে। গাড়ি চলার জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে।

পুলিশ এবং অয়োজকদের সভার ভিডিয়োগ্রাফি করতে হবে। রাজ্যকে সভাস্থল এবং আশপাশে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না।

সভাস্থলে ১৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারবে না আইএসএফ।

আগামী ২১ জানুয়ারী আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেদিন তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ সভা মঞ্চ স্থল অর্থাৎ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। যদিও পুলিশ তাতে অনুমতি দেয়নি। অনুমতি চেয়ে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। মঙ্গলবার এই আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করা হয়।

আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের
TMC's Sanghati Rally: তৃণমূলের সংহতি মিছিলে ধর্মগুরুদের সামিল করার লিখিত নির্দেশ দলের রাজ্য সভাপতির
আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের
Exam: সময় পরিবর্তন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার
আইএসএফ-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি হাইকোর্টের
'তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই নেই' - আবারও CPIM-র অবস্থান স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in