TET: টেটের ৪২০০০ চাকরির নিয়োগের প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

People's Reporter: ২০১৪ সালে টেট পরীক্ষা হয়। ২০১৬ সালে নিয়োগ সম্পন্ন হয়। মোট ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়। কিন্তু সেই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ।
বিচারপতি সিনহা
বিচারপতি সিনহাফাইল ছবি
Published on

এসএসসির পর এবার টেট। ২০১৪ সালে টেটের ৪২ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানান, ১৫ দিনের মধ্যে নিয়োগের প্যানেল আদালতে জমা দিতে হবে। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এজলাসে বদল হয়েছে মামলা-সূচি। এরপর মঙ্গলবার ২০১৪ সালের টেটে নিয়োগের একটি মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলা চলাকালীন বিচারপতি সিংহ জানতে চান, ‘‘ওই ৪২ হাজার নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন?’’

এরপর বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন, তা প্যানেল থেকেই জানা সম্ভব।’’ এর পরেই বিচারপতির নির্দেশ, ‘‘নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়।“

আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ প্যানেল আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, ২০১৪ সালে টেট পরীক্ষা হয়। তার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ সম্পন্ন হয়। মোট ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়। কিন্তু সেই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি।

বিচারপতি সিনহা
‘ED-CBI দিয়ে গ্রেফতার করালেই হবে না, জেতার জন্য চাই সংগঠন’ – সুকান্তর মন্তব্যে কী বললেন শুভেন্দু?
বিচারপতি সিনহা
কেন্দ্রের 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বন্ধের ডাক শুভেন্দুর! বিতর্ক হতেই বয়ান বদল বিরোধী দলনেতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in