অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, দু'জনকে হেফাজতে নিয়ে 'মার' পুলিশের! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

People's Reporter: বিজেপির মিছিল থেকে গ্রেফতার করা হয় ওই তরুণীকে। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। সেই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
অভিষেক ব্যানার্জি
অভিষেক ব্যানার্জিফাইল চিত্র
Published on

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে দুই তরুণীর বিরুদ্ধে। এরপর বিজেপির মিছিল থেকে গ্রেফতার করা হয় ওই দুই তরুণীকে। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। সেই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

গ্রেফতারির পর পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই তরুণী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে বিচারপতি জানান, ‘‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।“

এরপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, তদন্তভার অবিলম্বে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করার নির্দেশও দেন বিচারপতি।

উল্লেখ্য, আর জি কাণ্ডের প্রতিবাদে বিজেপির আয়োজিত এক মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালক মেয়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। এরপর ওই দুই তরুণীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে পুলিশ।

অভিষেক ব্যানার্জি
Durga Puja 2024: পুজোয় জেল বন্দিদের মেনুতেও মটন বিরিয়ানি, বাসন্তি পোলাও, পায়েস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in