দীর্ঘদিন পরে কলকাতা হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ হল। সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজ্যপাল জগদীপ ধনকরের উপস্থিতিতে এদিন কলকাতা হাইকোর্টের ১ নং কক্ষে শপথ বাক্য পাঠ করেন তিনি।
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বহাল ছিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে কলকাতার প্রধান বিচারপতি পদে তাঁকে নিযুক্ত করা হয়। এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বিন্দল।
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। কর ও সাংবিধানিক ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইনজীবী থেকেছেন। ২০০৮ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এরপর ২০১০ সালে তিনি স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন।
এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন