বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফকে সভা করার শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায় খারিজ করে দিল।
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না নওশাদ সিদ্দিকির দল। রাস্তা আটকে সভা করা যাবে না। কোনো স্টেডিয়ামে তারা এই সভা করতে পারে।
শুক্রবার শুনানি চলাকালীন আইএসএফের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, ‘‘আপনার মক্কেল জামিনে রয়েছেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার পরেও এ বছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না।’’
প্রধান বিচারপতি বলেন, ‘‘একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা জানি। কিন্তু অন্যত্র কর্মসূচি করুন। রাস্তা বন্ধ করে কর্মসূচি নয়। অ্যাম্বুল্যান্স সভার কারণে আটকে থেকে কোনও রোগীর মৃত্যুর হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।’’
২১ জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথনকে আইএসএফের সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি। বলেন, ‘‘গত বার অশান্তি হয়েছিল, এটা স্পষ্ট। তা সভার আগে না পরে হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ওই সভার থেকে।’’
এর আগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শর্তসাপেক্ষ সভা করার অনুমতি দিয়েছিল আইএসএফকে। বিচারপতি প্রশ্ন করেছিলেন, গত বছর রাণী রাসমণি রোডে যে অশান্তিকর পরিস্থিতির তৈরি হয়েছিল তার থেকে কী শিক্ষা নিয়েছে দল? সবটা শোনার পর একাধিক শর্তের বিনিময়ে অনুমতি পেয়েছিল দল।
তবে আজ ডিভিশন বেঞ্চের তরফে ইন্ডোরে সভা করার অনুমতি থাকলেও সিঙ্গল বেঞ্চের দেওয়া শর্ত মানতে হবে বলেই জানান প্রধান বিচারপতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন