মন্দারমণিতে অবৈধ হোটেল ভাঙাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট

People's Reporter: আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অবৈধ হোটেল ভাঙার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

মন্দারমণির অবৈধ হোটেল বা লজগুলো এখনই ভাঙা যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অবৈধ হোটেল ভাঙার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাশাসককে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

গত ১১ নভেম্বর কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটি (সিআরজেড) –এর জেলা কমিটির পক্ষ থেকে মন্দারমণি এবং সংলগ্ন চারটি মৌজায় ১৪৪ টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর গত ২০ নভেম্বরের ওই সব বেআইনি নির্মাণ জায়গা ভেঙে পরিস্কার করার নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সূত্রের খবর, ২০২২ সালে ওই বেআইনি নির্মাণ গুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত।

কারণ হিসেবে জানায়, হোটেলগুলো উপকূল বিধি না মেনেই তৈরি করা হয়েছিল। এর মধ্যে শুধু দাদনপাত্রবাড়েই রয়েছে ৫০ টি হোটেল, সংলগ্ন সোনামুইয়ে ৩৬ টি, সিলামপুরে ২৭ টি, মন্দারমণিতে ৩০ টি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ।

নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় মন্দারমণী হোটেল অ্যাসোসিয়েশন। মামলাকারীদের আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে ১৩ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, এই অবৈধ হোটেল ভাঙা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই বেআইনি হোটেল ভাঙার নির্দেশ নবান্নকে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন, বাংলায় কোনও রকম বুলডোজার চলবে না।  

কলকাতা হাইকোর্ট
Mamata Banerjee: চুরি করছে CISF-পুলিশের একাংশ, দোষ হচ্ছে তৃণমূলের! ডিজিকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in