নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ১২ জনের নামে CBI-র চার্জশিট, নাম নেই পার্থর

টাকার বিনিময়ে শুধু চাকরি পাওয়াই নয়, পরিচিত অন্যান্য অযোগ্য প্রার্থীদেরও মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অভিযুক্তরা বলে উল্লেখ রয়েছে চার্জশীটে।
শান্তি প্রসাদ গাঙ্গুলী, কল্যাণময় গাঙ্গুলী এবং সুবীরেশ ভট্টাচার্য
শান্তি প্রসাদ গাঙ্গুলী, কল্যাণময় গাঙ্গুলী এবং সুবীরেশ ভট্টাচার্যফাইল ছবি
Published on

নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। যেখানে নাম নেই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে আলিপুর আদালতে মোট ১২ জনের নামে চার্জশিট জমা দিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত যে ১২ জনের নাম চার্জশিটে রয়েছে তারা হলেন:-

১) এসএসসি নজরদারি কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তৈরী এই কমিটি); ২) এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য; ৩) এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহা; ৪) মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলীগাঙ্গুলী; ৫) এসএসসি-র প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু; ৬) সমরজিৎ আচার্য; ৭) মিডলম্যান হিসেবে কাজ করা প্রসন্ন রায়; ৮) অপর এক মিডলম্যান প্রদীপ সিংহ; ৯) জুঁই দাস (বরখাস্ত শিক্ষিকা); ১০) আজাদ আলি মির্জা (বরখাস্ত শিক্ষক); ১১) ইমাম মোমিন (বরখাস্ত শিক্ষক) এবং ১২) রোহিত কুমার ঝাঁ।

সূত্রের খবর, এদের মধ্যে জুঁই দাস, আজাদ আলি মির্জা এবং ইমাম মোমিনরা কার্যত মিডলম্যানের কাজ করতেন। টাকার বিনিময়ে শুধু চাকরি পাওয়াই নয়, পরিচিত অন্যান্য অযোগ্য প্রার্থীদেরও তাঁরা মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন।

চার্জশিটে যে মূল ২টি অভিযোগ করা হয়েছে -

১) অভিযুক্ত ১২ জন এসএসসি দুর্নীতিকাণ্ডে মূলত একটা চক্র হিসেবে কাজ করতেন। এদের প্রত্যেকেই সমানভাবে দুর্নীতিতে যুক্ত।

২) টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে অযোগ্য প্রার্থীদের নবম-দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে।

মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নবম-দশম শ্রেণীর ইংরাজি বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অনিন্দিতা দে নামের এক চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটির শুনানি হয়। শুনানি শেষে গত ৭ এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। তদন্তের ঠিক ছয় মাসের মাথায় মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করল সিবিআই।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ১৬ জনের নামে চার্জশিট পেশ করেছিল সিবিআই। তালিকায় ৬ নম্বরে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। তবে, এক্ষেত্রে পরবর্তীতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে তাতে নাম থাকতে পারে পার্থর।

শান্তি প্রসাদ গাঙ্গুলী, কল্যাণময় গাঙ্গুলী এবং সুবীরেশ ভট্টাচার্য
একদিনের মধ্যে 'পরিবর্তন' প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশন, উঠছে প্রশ্ন!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in