ভোট পরবর্তী হিংসা রুখতে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পূর্বের নির্বাচনগুলির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। নির্বাচনের দিন এবং ফল প্রকাশের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি কতটা শান্ত থাকে তার কোনো নিশ্চয়তা নেই। আজ সব কিছু পর্যবেক্ষণ করে হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, নির্বাচনের ফল প্রকাশের পর আরও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সমস্ত গতিবিধি বিস্তারিতভাবে বাহিনীর আইজিকে জানাতে হবে। রাজ্যে পুলিশের শীর্ষ কর্তারা সেই তথ্য প্রদান করবেন। কোথাও যাতে সন্ত্রাস না ছড়ায় সেই জন্য এই নির্দেশ বলে জানিয়েছেন বিচারপতি।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মামলাটি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী আদালতে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচনের ফল ঘোষণার পরেও আরও দু'দপ্তাহ থাকুক কেন্দ্রীয় বাহিনী। অতীতে এই ধরণের একাধিক হিংসার ঘটনা ঘটেছে। একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীদের ঘরছাড়া হতে হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি খুনের ঘটনাও ঘটেছিল।
শুভেন্দুর আইনজীবির সওয়াল জবাব শোনার পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বাড়ান প্রধান বিচারপতি। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন, ১১ জুলাই ফল ঘোষণা। অনুমান করা হচ্ছে সম্পূর্ণ ফল ঘোষণা হতে হতে ১২ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। তারপর থেকে ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিলেন একাধিক বিরোধী কর্মী সমর্থক। সেই নিয়ে আদালতে মামলাও হয়েছে। হিংসা মামলার তদন্ত এখনও চলছে সিবিআই-র অধীনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন