আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বিশেষ বড় কোনও ঘটনাও নয়। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, 'আলিয়ার একটা অংশের ছেলেমেয়ে পড়াশোনা করে। তারা সবাই ভালো। কয়েকজনের ক্ষোভ রয়েছে। যে একটু কটু, খারাপ কথা বলেছে, তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়।'
আলিয়া কাণ্ডে প্রশ্ন শুনে কার্যত বিরক্ত হন মুখ্যমন্ত্রী। বলেন, 'আপনার কি এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।' কিন্তু বিরোধীদের দাবি আবার উল্টো। উপাচার্য হেনস্থার ৪৮ ঘণ্টা পর পুলিশ প্রথম পদক্ষেপ করে বলে তাদের দাবি। দু'দিন পর গ্রেফতার করা হয় অভিযুক্ত গিয়াসউদ্দিনকে। তাঁর গ্রেফতার হওয়ার পর অবশ্য তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি গিয়াসউদ্দিনকে নিয়ে দায় ঝেড়ে ফেলে। তৃণমূলের দাবি, অহেতুক রাজনীতি করা হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী পাল্টা বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে আনেন। সেখানকার উপাচার্যের দিকে তোপ দেগে বলেন, 'ওখানে ভিসি যা করছেন, তাতে কি উনি গ্রেফতার হয়েছেন? বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক! আমি ভদ্রলোকই বলব। মুখ থেকে খারাপ কথা বের করব না। দেখুন ওখানে কী হচ্ছে!'
প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে চড় মারার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে রবিবার টেকনো থানার পুলিশ গ্রেফতার করে। অভিযোগ, উপাচার্যের ঘরে ঢুকে তিনি রীতিমতো মারধর, গালিগালাজ করেছিলেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। শিক্ষামহলে তা নিয়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার নিন্দা করে সব মহলই।
কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তাকে নিজেদের সংগঠনের সদস্য বলে মানতে রাজি নয়। গিয়াসউদ্দিন আগে টিএমসিপি সদস্য ছিলেন বলে দাবি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি তিনি। ইতিমধ্যেই আলিয়ার ঘটনার ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এদিন রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও বিকেল পর্যন্ত তিনি রাজভবনে যাননি বলে খবর।
সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘রায়গঞ্জ কলেজের কথা মনে আছে? উঠোনে দাঁড়িয়ে প্রিন্সিপালকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছিল টিএমসিপির ছেলেরা। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ছোট ছোট ছেলেদের দুষ্টুমি। সেই হিসাবে এর থেকে বেশি কী আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।' প্রশ্ন তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন