রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে টানাপড়েন অব্যাহত। অভিযোগ, ট্যাবের টাকা জাতিয়াতদের অ্যাকাউন্টে ঢুকছে। এই অভিযোগে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বেহালার সরশুনার একটি স্কুল অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয়, ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। এরপরেই তদন্তে নামে কলকাতা পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দু’জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে চোপড়া থেকে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এর আগে চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।ঃএছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও দুটি স্কুলের তরফে অভিযোগ দায়ের করা হয়। ট্যাবের টাকা জালিয়াতিতে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা।
এদিকে ট্যাবের টাকা জালিয়াতি মামলায় মালদার বৈষ্ণবনগর থেকে আরও চার জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই নিয়ে বৈষ্ণবনগরে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। জানা গেছে, ধৃতরা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক। ধৃত ৫ জনের মধ্যে ৩ জনই বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকার, বাকি ২ জন বৈষ্ণবনগরের চকসেহেরদি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটার হার্ড ডিস্ক, ডায়েরি এবং ব্যাঙ্কের নথি। ট্যাব কেলেঙ্কারি চক্রে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান।
পুলিশের দাবি, অভিযুক্তরা প্রথমে বেআইনি ভাবে সরকারি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করছে। তারপর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দিচ্ছে। যার ফলে টাকা ওই জালিয়াতি অ্যাকাউন্টে ঢুকছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন