আগামী শুক্রবার থেকে বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে নবান্নের সামনে বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবারই ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর কয়েকঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি থেকেই এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
সামনেই বড়দিন। তার আগে বৃহস্পতিবার কলকাতায় বড়দিন উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও।
এতদিন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পেতেন ৬ শতাংশ হারে। এবার সেটা ৪ শতাংশ বাড়িয়ে করা হল ১০ শতাংশ। কেন্দ্রীয় সরকারী কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। নতুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের কর্মচারীদের সাথে সেই ব্যবধান কমে হল ৩৬ শতাংশ।
মমতা জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের ‘উপহার’ বলে তুলে ধরেছেন তিনি।
অন্যদিকে, বকেয়া ডিএ নিয়ে আগামী শুক্র থেকে রবিবার ধর্না কর্মসূচি রয়েছে সরকারী কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের। এই আবহে এই ৪ শতাংশ ডিএ-কে ‘ভিক্ষা’ হিসাবে দেখছেন তাঁরা। সংবাদ মাধ্যমে তাঁরা জানিয়েছেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চার এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না।"
সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন