একলাফে ১০৮ টাকা বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম বেড়ে হলো ২ হাজার ৯৫ টাকা। মঙ্গলবার অর্থাৎ ১ মার্চ থেকেই কার্যকর এই দাম।
তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম। গত ৬ অক্টোবরের পর আর এই সিলিন্ডারের দাম বাড়েনি। এই মুহূর্তে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৯২৬ টাকা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে বাড়ছে। ব্যারেল প্রতি দাম ১০২ মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি রান্নার গ্যাসের মূল দুই উপাদান প্রোপেন ও বিউটেনের দামও বেড়েছে। তা সত্ত্বেও ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।
সংশ্লিষ্ট মহলের দাবি, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে চলমান বিধানসভা ভোটই তার মূল কারণ। ভোটের মাঝে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে আমজনতার রোষের স্বীকার হতে চায়না মোদী সরকার। তবে ফল ঘোষণার পর যে দাম বাড়বে তা নিয়ে একপ্রকার নিশ্চিত সংশ্লিষ্ট মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন