'ব্যক্তিগত' কোনও নাম্বার প্লেট যুক্ত মোটরসাইকেল, স্কুটার বা মোটরবাইককে আর অ্যাপ বাইক (app bike) হিসেবে ব্যবহার করা যাবে না। অ্যাপ-বাইকের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বাণিজ্যিক নম্বর প্লেট। বৃহস্পতিবার, এই ঘোষণা করেছে রাজ্যের পরিবহন দফতর।
অর্থাৎ, ব্যক্তিগত মোটরসাইকেল বা স্কুটারকে- অ্যাপ বাইকে পরিণত করতে চাইলে, তার জন্য আলাদা করে রাজ্য পরিবহন দফতরের আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের ফি ১০০০ টাকা। আর, নাম নিথিভুক্তির পর মিলবে বাণিজ্যিক নম্বর প্লেট। এর ফলে, অতিরিক্ত রাজস্ব আদায়ও করতে পারবে সরকার।
পরিবহন দফতরের এক আধিকারিক জানান, 'অতিরিক্ত রাজস্বের লক্ষ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকেই দীর্ঘ আলোচনার পর অ্যাপ বাইক সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।'
তিনি জানান, 'এতদিন বাণিজ্যিক নম্বর প্লেট যুক্ত বাইকের পাশাপাশি ব্যক্তিগত নম্বর প্লেটের বাইকও অ্যাপ পরিষেবায় অন্তর্ভুক্ত ছিল। যে কেউ তাঁর ব্যক্তিগত বাইক নিয়ে এই পেশায় যোগ দিতে পারতেন। কিন্তু, অ্যাপ-ক্যাবগুলির মতোই অ্যাপ-বাইকগুলিকে নিয়মের আওতায় আনার উপর জোর দিয়েছেন পরিবহন মন্ত্রী।'
তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দিষ্ট জেলায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে। সেখানে দু-চাকার মোটরবাইকের মালিকরা, তাদের গাড়ির অ্যাপ-বাইক পরিষেবার জন্য ১০০০ টাকার বিনিময়ে নাম নথিভুক্ত করতে পারবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, তাঁদের বাণিজ্যিক নম্বর প্লেট সরবরাহ করা হবে।'
আধিকারিক বলেন, 'এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটিকে যতটা সম্ভব ঝামেলামুক্ত করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে।'
জানা যাচ্ছে, বর্তমানে অ্যাপ-বাইক পরিষেবা প্রদানকারী ৫০ শতাংশেরও বেশি ব্যক্তিগত নম্বর প্লেট রয়েছে।
এতদিন বাণিজ্যিক রেজিস্ট্রেশন থাকা বাইক চালকরা শুধু তিন জেলার মধ্যে পরিষেবা দিতে পারতেন। এবার থেকে সেই সীমানা তিন থেকে বাড়িয়ে পাঁচ জেলা করা হচ্ছে।
আধিকারিক জানান, 'বর্তমানে অ্যাপ-বাইক পরিষেবা কলকাতা, হাওড়া সিটি এলাকা এবং দক্ষিণ ২৪ পরগণার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেই তালিকায়- হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাও অন্তর্ভুক্ত হবে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন