নিজেদের হকের দাবি আদায়ের জন্য অবস্থানে বসতে চলেছে আরও একটি সংগঠন। যার শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
কলকাতার রাজপথে চাকরি, শূন্যপদে নিয়োগ, বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছে একাধিক সংগঠন। এবার কলকাতা পুরসভার পাশে অবস্থান বিক্ষোভ করবে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি ছিল কলকাতা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন।
মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি বলেন, কেউ নিজেকে বঞ্চিত মনে করলে অবশ্যই আন্দোলন করার অধিকার রয়েছে। তার সাথে আন্দোলনকারীদের এও মাথায় রাখতে হবে কারুর যেন কোনো অসুবিধা না হয়। শান্তিপূর্ণ অবস্থানে বসতে পারবে এই সংগঠনটি। এলাকাটি সেনাবাহিনীর অধীনে থাকায় তাদের কাছ থেকেও অনুমতি নিতে হবে সংগঠনটিকে। সংগঠনের সদস্যরা যদি আদালতের দেওয়া শর্ত উপেক্ষা করেন তাহলে পুলিশ তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
শর্তগুলি হলো, শান্তি বজায় রাখতে হবে। কোনো রান্না করা যাবে না। রাতে ১৫ জনের বেশি ওই স্থানে থাকতে পারবে না। বিক্ষোভস্থল পরিষ্কার রাখতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করা যাবে।
মামলাকারীদের অভিযোগ, তাঁরা মনরেগা প্রকল্পের অধীনে কাজ করেন। দীর্ঘদিন কাজ করার পরেও তাঁদের বেতন বকেয়া রয়েছে। প্রায় ১৬ মাস ধরে বেতন ঠিক করে দেওয়া হচ্ছে না। এমনকি স্থায়ী কর্মীদের সমান কাজ করলেও বেতন কম দেওয়া হচ্ছে। এই বৈষম্য অবিলম্বে বন্ধ করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন