প্রদেশের কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার হাইকমান্ডের সিলমোহর পড়লো তাতে। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অল ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানিয়েছেন, ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে গতকাল প্রদেশ কংগ্রেসের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতৃত্বের একটি বড় অংশের দাবি ছিল ভবানীপুরে প্রার্থী দিক দল। আর একটি অংশের দাবি ছিল প্রার্থী দেবে না দল। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সমস্ত কথা হাইকমান্ডকে জানিয়েছিলাম আমি। কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলাম আমি। সেই মতো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাকে জানিয়েছে উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী দেবে না কংগ্রেস।
তিনি আরও জানিয়েছেন, জাতীয় কংগ্রেসের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার অর্থ পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য কর। তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার অধীর চৌধুরী জানিয়েছিলেন উপনির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেবে না তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন