কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-র কাজের ধরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। কিন্তু, সেই প্রক্রিয়া চলছে ধীর গতিতে। কাকে কখন জিজ্ঞাসাবাদ করতে হবে, সিবিআই-কে সেই নির্দেশও দিতে হচ্ছে আদালতকে। তা নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি বসু।
সোমবার, সিবিআই-কে তিনি স্পষ্ট করে দিয়েছেন, 'নিয়োগ দুর্নীতির তদন্তের প্রতি ধাপে CBI-কে বারবার নির্দেশ দিতে পারে না আদালত।' এপ্রসঙ্গে বিচারপতি বসু বলেন, 'তদন্ত করার জন্য প্রতি ক্ষেত্রে আদালত আপনাদের নির্দেশনা দেবে, এই বিষয়টি ভালো দেখাচ্ছে না। আপনার নিজের কাজ নিজেই করুন। সেখানে কেন আদালতকে বলতে হবে, কাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে?'
CBI-র আইনজীবীকে নিশানা করে বিচারপতি বসু বলেন, 'প্রতিদিনই আপনি আদালতে আসছেন, উপদেশ শুনছেন আর ফিরে যাচ্ছেন। এই ব্যবস্থা চলতে পারে না। বাস্তবে যেটা প্রয়োজন, অনুগ্রহ করে সেই কাজ করুন।'
এদিন, আদালতে সিবিআই-এর আইনজীবী ও তদন্তকারী অফিসারদের সরাসরি প্রশ্ন করেন বিচারপতি বসু। তিনি বলেন,'যারা টাকা দিয়েছে, আর যারা ঘুষ নিয়েছে - সকলেই সমান দোষী। কেন আপনি তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন না? কেন সিবিআই এই বিষয়ে এত অনিচ্ছুক? আমার ধারণা, অপরাধের সাথে জড়িত প্রচুর অর্থ এখন পর্যন্ত অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে।'
প্রসঙ্গত, মাত্র চার দিনের ব্যবধানে, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টের ক্রোধের মুখোমুখি হলেন সিবিআই আধিকারিকরা।
গত ২ ফেব্রুয়ারি এক শুনানিতে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী সিবিআই-এর বিশেষ তদন্ত দলের (SIT) সদস্যদের সম্পদের বিবরণ জানতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন