KMC Poll 21: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম ও বিজেপি

পুরভোটে হওয়া সন্ত্রাস এবং কারচুপির অভিযোগে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সেই আবেদনে অনুমতি দেন।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল ছবি
Published on

কলকাতা পুরভোটে শাসক দলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলো সিপিআইএম এবং বিজেপি। উভয় দলই পৃথক পৃথকভাবে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টও তাদের আবেদনে সাড়া দিয়েছে।

পুরভোটে হওয়া সন্ত্রাস এবং কারচুপির অভিযোগে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সেই আবেদনে অনুমতি দেন। বিজেপির তরফ থেকেও একই দাবি জানিয়ে পৃথকভাবে আবেদন করেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনও মঞ্জুর করেন প্রধান বিচারপতি। আগামী ২৩ ডিসেম্বর উভয় মামলার শুনানি হবে।

গতকাল পুরভোটের দিন সকাল থেকেই একাধিক হিংসার খবর মিলেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। গুন্ডা নামানো, ভাঙচুর করা, বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টদের মারধর, ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার এধরণের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। সব অভিযোগই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ বামফ্রন্টের। একই অভিযোগ বিজেপিরও। আজ এর প্রতিবাদে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দুপুর ২টা থেকে বিক্ষোভ দেখাবেন বাম নেতৃবৃন্দ।

যদিও নির্বাচন কমিশন, রাজ‍্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - প্রত‍্যেকেই বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, বিরোধীরা তাঁদের সাথে পেরে উঠতে না পেরে অশান্তির নাটক করছেন।

কলকাতা হাইকোর্ট
KMC Poll 21: 'শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমি খুব খুশি', বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in