RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে প্রতিবাদীদের আইনি সহয়তায় হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম

People's Reporter: সমাজ মাধ্যমে ‘ভুয়ো তথ্য’ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই বহু আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ। এই প্রেক্ষিতে তাঁদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম।
আরজি কর কাণ্ডে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম
আরজি কর কাণ্ডে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএমফাইল ছবি সংগৃহীত
Published on

আর জি কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে যেমন রাস্তায় নেমেছে অসংখ্য মানুষ। তেমনই সমাজ মাধ্যমেও চলছে প্রতিবাদ। সমাজ মাধ্যমে ‘ভুয়ো তথ্য’ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই বহু আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ। এই প্রেক্ষিতে তাঁদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম।

সিপিআইএমের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, “প্রতিবাদী হেল্পলাইন – ৮০১৭৯২১৮৬৬। আক্রান্ত প্রতিবাদীদের চিকিৎসা ও আইনি সহয়তার জন্য।“

সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকেও জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। এফএফআইয়ের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, “ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থক-সহ আরজি-কর কাণ্ডে প্রতিবাদী যে কোনও পুলিশি তলব, হয়রানি অথবা হুমকির ক্ষেত্রে আমরা পাশে তাদের পাশে আছি। আইনি সহয়তার জন্য যোগাযোগ করুন – 8240228072, 6289235283, 8170051011”

শুধু তাই নয়। রাজ্যে চলমান প্রতিবাদের আবহে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনও আপাতত স্থগিত করেছে সিপিআইএম। আগামী ২৩-২৫ আগষ্ট কল্যাণীতে হওয়ার কথা ছিল এই অধিবেশনের। তার বদলে আলিমুদ্দিন স্ট্রিটে ২৩ তারিখ অল্প সময়ের রাজ্য কমিটির বৈঠক বসবে কর্মসূচী ঠিক করার জন্য। তার আগের দিন, ২২ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ-সভাও হবে। সিপিআইএম সূত্রে খবর, সোমবার দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সমাজ মাধ্যমের পোষ্ট নিয়ে পুলিশের নোটিশের বিরুদ্ধে যেকোনো রকমের আইনি সহয়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে নিজের ই-মেল আইডিও শেয়ার করেছেন তিনি।

শুভেন্দু লিখেছেন, “আমার নজরে এসেছে যে একাধিক সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারী কলকাতা পুলিশের, রাজ্য় পুলিশের ও সাইবার ক্রাইম বিভাগের নোটিশ পাচ্ছেন। সেই পোস্ট মোছার জন্য তাদের নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই তাদের জরিমানা করার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারীদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ অনুসারে সেকশন ১৬৮ অনুসারে এই নোটিশ পাঠানো হচ্ছে।“

তিনি আরও লেখেন, “আমি বিশ্বাস করি বাক স্বাধীনতা যে কোনও স্বাস্থ্যকর গণতন্ত্রের মেরুদণ্ড। সেক্ষেত্রে কেউ যদি মতামত প্রকাশের জন্য হেনস্থার শিকার হন আর পোস্টটি যদি অশ্লীল না হয় তবে আমি তাঁকে বিনা পয়সায় আইনি সহায়তা দেব। দয়া করে পুলিশ যে নোটিশ পাঠিয়েছে সেটা আমায় পাঠিয়ে দিন। তার সঙ্গে আপনার নাম ও ফোন নম্বর পাঠান। আমার ইমেল আইডি-তে পাঠিয়ে দিন। adhikarisuvenduwb1@gmail.com আমার লিগাল টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে।“

আরজি কর কাণ্ডে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম
‘নাইট ডিউটি বন্ধ করতে বলা তো মধ্যযুগে ফেরারই চেষ্টা’ – নবান্নের পদক্ষেপে ক্ষুব্ধ আন্দোলনকারীরা
আরজি কর কাণ্ডে হেল্পলাইন নম্বর দিল সিপিআইএম
Udayan Guha: ‘বয়কাট চুল মেয়েরা মদের বিরুদ্ধে কথা বলে না’, কুরুচিকর মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in