দীর্ঘ ২১ ঘণ্টা পর কলকাতা বিমানবন্দরে উড়ান ফের শুরু হল। ঘূর্ণি ঝড় রেমালের কারণে দীর্ঘ সময় কলকাতা বিমানবন্দরে উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিমানবন্দরের এক আধিকারিক একথা সংবাদসংস্থাকে জানিয়েছেন। রবিবার দুপুর ১২.১৬ তে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান উড়েছিল।
বিমান চলাচল শুরু হবার পর সোমবার ইন্ডিগোর কলকাতা পোর্ট ব্লেয়ার উড়ান দমদম ছাড়ে সকাল ৮.৫৯ মিনিটে। এদিন কলকাতা বিমানবন্দরে প্রথম আসে গুয়াহাটি কলকাতা বিমান। স্পাইসজেট সংস্থার এই বিমান কলকাতায় নামে সকাল ৯টা ৫০ মিনিটে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) এক আধিকারিক একথা জানিয়েছেন।
আধিকারিকরা আরও জানিয়েছেন, বিমান চলাচল শুরু হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। যার দাপটে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মাত্রা বেশি ছিল।
এর আগেই ঘূর্ণিঝড় রেমালের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
- With Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন